হিজলায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

হিজলা প্রতিনিধি, মোঃ হাবিবুল্লাহ বেপারী : বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর বাজারে বুধবার সকাল ১১টায় স্থানীয় জনগণের ব্যানারে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে অংশ নিয়ে বরিশাল জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি নুর হোসেন সুজন বলেন, “আমি বিএনপির একজন সক্রিয় কর্মী। দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, বিএনপি নেতা সাইদুর রহমান বাদল মুন্সী ও যুবলীগ নেতা জনি খন্দকার আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস ও পরিবারের সম্মান ক্ষুণ্ন করার ষড়যন্ত্র চালিয়ে আসছে।”
তিনি আরও অভিযোগ করেন, ২০২১ সালে মাজহারুল ইসলাম ও যুবলীগ নেতা জনি রাতের আঁধারে তার ড্রেজার থেকে জোরপূর্বক ১২০ পিস পাইপ ও নগদ ২ লাখ ২১ হাজার ৮৫০ টাকা নিয়ে যায়। পাশাপাশি মাজহারুল এলাকায় যুব সমাজকে মাদক দিয়ে ধ্বংস করছে বলেও উল্লেখ করেন তিনি।
অভিযোগ রয়েছে, হরিনাথপুরে আলহাজ্ব আব্দুল জব্বার মেহমান কলেজে চাকরিরত অবস্থায় ৫ লাখ টাকার দুর্নীতির দায়ে মাজহারুলকে কর্তৃপক্ষ সোকজ করে বরখাস্ত করে। পরবর্তীতে গত বছর ৬ আগস্ট কলেজে প্রবেশ করে তিনি প্রধান শিক্ষককে হুমকি দিয়ে নিজেকে স্বঘোষিত অধ্যক্ষ দাবি করেন।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, মাজহারুল ও বাদল মুন্সী প্রভাব খাটিয়ে স্থানীয়দের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে। এ সময় তারা বলেন, এলাকার মানুষ এখন এই চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর হাত থেকে মুক্তি চায়।