বরিশালে ১৫০ মান্তা পরিবার পেলো অর্থ ও জীবন রক্ষা সরঞ্জাম

স্টাফ রিপোর্টার : বরিশালের দেড়শ মান্তা সম্প্রদায়ের সদস্য পেলো জীবন-মান উন্নয়নেও আয় বৃদ্ধির জন্য নগদ অর্থ এবং জীবন রক্ষাকারী সুরক্ষা সরঞ্জাম।
বৃহস্পতিবার বরিশাল সদরউপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরবাড়িয়া গ্রামে বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন এ্যাসোসিয়েশনঅব ভলান্টারী এ্যাকশনস ফর সোসাইটি (আভাস), দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এরআর্থিক সহযোগিতায় এই উপকরন বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং চরবাড়িয়া ইউনিয়ন প্যানেলচেয়ারম্যান-১ মো: শাহ আলম শেখ। আভাসের আফরোজা বিলকিস এর সভাপতিত্বে অনুষ্ঠানেমান্তা সম্প্রদায়ের ১৫০ জন নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।