বামনায় অটো চালকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সেপ্টেম্বর ১৩ ২০২৫, ১৯:১০

বামনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলায় অটোচালক আজিজুল সিকদারকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১০টায় বামনা গোলচত্বরে এই মানববন্ধনের আয়োজন করে অটোচালক ও এলাকাবাসী।

প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক মাওলানা মো. মাহবুবুর রহমান, বামনা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আনিচুজ্জামান দুলাল, ১ নং বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিলন খান, নিহত আজিজুলের পিতা ফারুক সিকদার ও অন্তঃসত্ত্বা স্ত্রী মরিয়ম বেগম, উপজেলা আনসার ও ভিডিপির সাবেক কমান্ডার মো. মোকলেছুর রহমান, অটোচালক মো. আল আমিন ও মো. এমাদুল হক।

বক্তারা বলেন, দরিদ্র পরিবারের ভরণপোষণের জন্য আজিজুল অটো চালাতেন। পরিকল্পিতভাবে তাকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা অটো ছিনতাই করে নিয়ে যায়। বক্তারা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

গত ১১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আজিজুল (২৮) বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের ছেলে।

ঘটনার ঘণ্টার মধ্যে বামনা থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি টিম পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকায় একটি ওয়ার্কশপ থেকে ছিনতাইকৃত অটোগাড়িসহ দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের মো. হৃদয় (২০) ও মো. সাইফুল ইসলাম (৩৫)।