বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ডিসেম্বর ২৮ ২০২৪, ১৯:৫২

স্টাফ রিপোর্টার !! নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিপ্লবী ছাত্র-জনতার নিরাপত্তা জোরদারের দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ শনিবার বিকেলে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে অশ্বিনী কুমার হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় বক্তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ‘সন্ত্রাসীদের’ গ্রেফতারের সাথে সাথে সচিবালয়ে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সাথে ছাত্র-জনতাকে চিরকুট দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে জানিয়ে তাদের নিরাপত্তা জোরদারেরও দাবি জানানো হয়।

দ্বিতীয় স্বাধীনতা ধরে রাখতে এ ধরনের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ সমাবেশে সরকারি বিএম কলেজ থেকে শুরু করে নগরীর সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।