আদালতে জাল হাজিরা দাখিল করায় ৫ জন হাজতে, বেঞ্চ-সহকারীর মামলা

জানুয়ারি ০৯ ২০২৫, ১৯:৪১

স্টাফ রিপোর্টার !! স্বাক্ষর জাল করে হাজিরা দেয়ার অপরাধে এক আইনজীবী সহকারীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আদালত। বুধবার বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোঃ আরমান হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, নগরীর ভাটিখানা এলাকার মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ হাবিব মিয়া, একই এলাকার মোঃ বারেক হাওলাদারের ছেলে মোঃ অমি হাওলাদার, রেজাউল খানের ছেলে সাইদুল ইসলাম অপু, মৃত ওহাব খানের ছেলে মোঃ রফিকুল ইসলাম সুমন ও কামাল হাওলাদারের ছেলে সাইলু হাওলাদার। এছাড়া সজল নামে একজন আইনজীবী সহকারীকে আসামী করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারী বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচার আদালতের এজলাস চলাকালীন সময়ে দুপুর ১২ টার দিকে জি.আর- ৬৭/২০২১ (কাউনিয়া) নং মামলার ১-৪ আসামী আদালতে কিংবা আইনজীবির সেরেস্তায় উপস্থিত না হয়ে অপরাপর আসামীগণকে তাদের স্বাক্ষর জাল করে আদালতে মিথ্যা হাজিরা দাখিলে প্ররোচিত করে।

আদালতের বিচারক মোঃ হাবিবুর রহমান চৌধুরীর কাছে বিষয়টি দৃষ্টিগোচর হলে ১-৪ নং আসামী মামলার হাজিরায় স্বাক্ষর না দেয়ার বিষয়টি স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

তারা বলেন, আদালতে আসার পূর্বেই তাদের স্বাক্ষর জাল করে আদালতে হাজিরা দাখিল করে আইনজীবী সহকারী। সকল আসামীরা পরস্পর যোগসাজসে স্বাক্ষর জাল করে জাল হাজিরা  সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে আইনাণুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলাটি দায়ের করেন।

এদিকে জি.আর- ৬৭/২০২১ মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোঃ সায়েম উল আলম। তার আইনজীবী সহকারী আসামীদের স্বাক্ষর জাল করে আদালতে মিথ্যা হাজিরা দাখিল করেন। এ বিষয়ে আইনজীবী মোঃ সায়েম উল আলম বলেন, আসামীদের অনুরোধে স্বাক্ষর দিয়েছিলো আইনজীবী সহকারী সজল। পরে আর আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং জেল হাজতে প্রেরণ করেন।