মঠবাড়িয়ায় মেম্বার বাড়ির সামনের ব্রীজের বেহাল দশা

জুলাই ০৭ ২০২৫, ২১:৫৩

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ২ নং ধানিসাফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ফুলঝুরি ও ৮ নং ওয়ার্ড পাতাকাটা সংযোগ সড়কে গোলাপ খাঁ মেম্বার বাড়ির সামনে থাকা ব্রীজটি বেহাল দশায় পরিনত হয়েছে। ব্রীজের এই অবস্থা চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।

জানা গেছে, ব্রীজিটি ধানিসাফা এবং মঠবাড়িয়া সদর ইউনিয়নের সীমানা খালের ওপর অবস্থিত থাকায় দুই ইউপি চেয়ারম্যানের টানাটানিতে সংস্কার করা সম্ভব হয়নি। ধানিসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ৫ আগস্টের পর থেকে পলাতক থাকায় প্রশাসক নিযুক্ত করা হয়েছে এবং মঠবাড়িয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হাসান বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এজন্য এই বেহাল দশা নিরসনে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় মুনসুর খান জানান, জরুরী প্রয়োজনে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি না।কৃষক,ছাত্র-ছাত্রী এবং রোগী সহ এলাকার সবাই চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

কলেজ শিক্ষক ফারুক হোসেন জানান, ব্রীজটির বেহাল অবস্থার কারনে এলাকার অর্থনৈতিক কর্মকান্ডেও নেতিবাচক প্রভাব পড়েছে।কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতে পারছে না।এতে তারা আর্থিক ক্ষতির শিকার হচ্ছে। ব্রীজটি সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করা সম্ভব।

ধানিসাফা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ফিরোজ আলম জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইতোমধ্যে এ ধরনের ব্রীজ সংস্কারের উদ্যোগ নিয়েছেন।আশা করি খুব শীঘ্রই ব্রীজটি সংস্কার করা সম্ভব হবে।