মঠবাড়িয়ায় গোপনে ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রণ করেন আকন চেয়ারম্যান

জুলাই ০৭ ২০২৫, ২১:৫৯

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৭ নং বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন আকন অজ্ঞাত স্থানে বসে পরিষদ চালান বলে অভিযোগ উঠেছে। এতে নাগরিক সেবা ব্যহত হচ্ছে বলে জানান স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পর বেশ কয়েক মাস নিয়মিত ইউনিয়ন পরিষদে আসেন তিনি। দেশের চলমান পরিস্থিতিতে কোন রোষানলে না পড়লেও সম্প্রতি ডিবি পুলিশ আটক করে আবার ছেড়ে দেওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। এখন অজ্ঞাত স্থানে বসেই পরিষদ চালান তিনি।আর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ইউপি সদস্য মোদাচ্ছের আলী।

মোদাচ্ছের আলী জানান,চেয়ারম্যান নিয়মিত অফিসে না আসলেও বাড়িতে বসে কাগজপত্রে স্বাক্ষর করেন এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখেন।

বেতমোর ইউনিয়নের দফাদার হাবিবুর রহমান জানান, চেয়ারম্যান সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার অফিস করেন। অন্যদিন বাড়িতে থাকেন।

ইউনিয়ন পরিষদের সচিব জহিরুল ইসলাম জানান,চেয়ারম্যান প্রতিদিন অফিস করেন।নাগরিক সেবা ব্যাহত হওয়ার বিষয়টি সঠিক নয়।

স্থানীয়রা জানান, বেতমোর ইউনিয়ন পরিষদের সেবা মানুষ যাতে সহজে পায় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন।বয়স, শারীরিক অবস্থা এবং রাজনৈতিক বিবেচনায় প্রতিকুল পরিবেশে তার পরিবর্তে প্রশাসক নিযুক্ত করার পদক্ষেপ নিলে ভালো হবে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকনের সাথে কথা বলার চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।