ঝালকাঠিতে ১০ দিন ধরে নিখোঁজ মরিয়ম অথৈ

স্টাফ রিপোর্টার ॥ ঝালকাঠিতে গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন সৈয়দা আসিয়া মরিয়ম অথৈ। সে জেলার বাসন্ডা গ্রামের সৈয়দ আল আমিনের মেয়ে। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরী দায়ের করলেও কোন সন্ধান পাওয়া যায়নি তার।
এতে দুশ্চিন্তায় রয়েছেন অথৈর পরিবার। পাশাপাশি সন্তানকে উদ্ধারে আইন শৃঙ্খলা বাহীনির দৃষ্টি আর্কশন করছেন।
জিডি সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর থানাধীন ৬নং ওয়ার্ডের নেছারাবাদ এলাকা থেকে গত ২৫ ফেব্রুয়ারী ৬ টার দিকে নিখোঁজ হয় সৈয়দা আসিয়া মরিয়ম অথৈ (১৪)।
পরে আত্মীয় স্বজনের বাসায় খোঁজা-খুজি করে না পেয়ে ঝালকাঠি সদর থানায় পরের দিন ২৬ ফেব্রুয়ারী একটি সাধারণ ডায়েরী (জিডি নং ১২৩৭) দায়ের করেন অথৈর বাবা সৈয়দ আল আমিন।
অথৈর চাচা সৈয়দ বায়েজীদ হাসান জানান, একমাত্র কন্যা সন্তান অথৈকে হারিয়ে তার পরিবার এখন পাগল প্রায়। অন্যদিকে থানা পুলিশ তাকে উদ্ধারে কোন গুরুত্ব দিচ্ছে না।
জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াজুল ইসলাম বলেন, তদন্তের দায়িত্ব নেয়ার পর অপহৃতাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।