গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

ডিসেম্বর ০৫ ২০২৪, ১৮:১২

বানারীপাড়া প্রতিনিধি !! বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাইজিদুর রহমানের সভাপতিত্বে এ স্মরণ সভা করা হয়। এ সময় অনুষ্ঠানের শুরুতেই আহত ও পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা প্রশাসন।

স্মরণ সভায় আহত ও শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন শহীদ তাহিদের বাবা আব্দুল মান্নান সরদার, শহীদ রাকিব বেপারীর ভাই রেজওয়ান, আহত মাসুম বিল্লাহ, আহত তারেক রহমান ছাত্র, শহীদ হাফিজ জসিমের বোন মারুফা আক্তার, আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতা সাব্বির হোসেন সোহাগ।

এছাড়া আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মো: শিহাব উদ্দিন, সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম, বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: ফখরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত সদস্য ও শহীদ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। স্মরণ সভা শেষে আহত ও শহীদদের জন্য দোয়া করা হয়।