‘আল-কুরআনের মোহময় সুরে প্রকম্পিত বরিশালের ময়দান’

oplus_2
স্টাফ রিপোর্টার !! ‘আল-কুরআনের মোহময় সুরে প্রকম্পিত হয়েছে বরিশালের ময়দান’ বলে মন্তব্য করেছেন আল কুরআন একাডেমি বরিশালের সভাপতি ও বিএম কলেজ ইসলামী শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোয়াজ্জেম হোসাইন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভিন্ন দেশের খ্যাতিমান ক্বারীদের নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত মাহফিলে এসব কথা বলেন তিনি। আল কুরআন একাডেমি আয়োজিত মাহফিলে অর্ধলক্ষ মানুষের সমাগম হয়েছে।
আল কুরআন একাডেমি বরিশালের আয়োজক কমিটির আহ্বায়ক মো: আব্দুল হাই জানান, বরিশালে আন্তর্জাতিক এই ক্বিরাত মাহফিলে ক্বিরাত পরিবেশন করেছেন-মরক্কোর ক্বারী ইলিয়াস আল মিহয়াউঈ, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনওয়ার নাফীসী, ইরানের ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, মিশরের শাইখ ইয়াসির শারক্বাউঈ এবং বাংলাদেশের প্রখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।
আন্তর্জাতিক ক্বিরাত সংগঠন ‘ইক্বরা’র আমন্ত্রণে এসব বিদেশী ক্বারী বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবদুল মান্নান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল আল কুরআন একাডেমির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, উপদেষ্টা অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডা. আলতাফ উদ্দিন আহমেদ।
ক্বিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান আজাদ জানান, ‘শুক্রবার বিকেল থেকে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো ঢাকার সাইমুম শিল্পীগোষ্ঠী ও হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড, বরিশাল সাংস্কৃতিক সংসদ, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী ও সূচনা সাংস্কৃতিক সংসদ।’
মাহফিলে মহিলাদের জন্য ছিল আলাদা প্যান্ডেল, যেখানে বিশাল এলইডি ডিসপ্লেতে তিলাওয়াত শোনার সুযোগ পেয়েছেন তারা।
মঞ্চের ব্রাকগ্রান্ড ও মাঠের দু’প্রান্তে বিশাল ডিসপ্লেবোর্ডের মাধ্যমে বিদেশী ক্বারীদের খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন আগত কুরআন প্রেমী হাজারো দর্শক। বর্ণিল আলোর ঝালকানি আর কুরআনের মোহনীয় সুর একাকার হয়ে তৈরি করে এক নৈসর্গিক পরিবেশ, যা বরিশালবাসী মনে রাখবেন অনেক দিন।