সেতু যেন মরণ ফাঁদ

ডিসেম্বর ০৭ ২০২৪, ১৮:২৮

বাকেরগঞ্জ প্রতিনিধি !! বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নারাঙ্গল ও বেবাচ দুই গ্রামের মধ্যবর্তী বারাইপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত দুই বছর ধরে ঝুঁকিপূর্ণ এই আয়রন সেতু দিয়ে চলাচল করছেন পথচারী ও শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, নারাঙ্গল গ্রামে কয়েকটি ইটভাটা রয়েছে এই সেতুটি দিয়ে ইট বোঝাই যানবাহন চলাচল করাতে সেতুটি দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে গেছে। তবে সেতুটি মেরামতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন উদ্যোগ গ্রহণ করছে না। সেতুটি দিয়ে এখনো গাড়ি পারাপার হচ্ছে।

যে কোন সময় সেতুটি ধসে পড়ে যেতে পারে। তবে এভাবে বেশিদিন থাকলে হয়তো আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে। এটি অপসারণ করে শিগগিরই একটি গার্ডার সেতু নির্মাণ করা উচিত। এতদিন স্থানীয়রা কাঠের তক্তা দিয়ে কয়েকবার জোড়াতালি দিয়েছে। এখন আর জোড়াতালি দেওয়াও সম্ভব হচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, নড়বড়ে ও ভেঙে যাওয়া সেতুর সিমেন্টের ঢালাই বেশির ভাগই ভেঙ্গে পড়েছে। ক্রস এ্যাঙ্গেলগুলো মরিচা ধরে সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা সিমেন্টের ঢালাই ভেঙে যাওয়া স্থানে কাঠের তক্তা দিয়ে মাচা তৈরি করে বেঁধে দিয়েছে।

সেতুটি দুই পাশের নিরাপত্তা রেলিংগুলো ভেঙে পড়েছে। সেতুর ক্রস এ্যাঙ্গেল গুলো মরিচা ধরে বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে। মানুষ নিরুপায় হয়ে ভাঙ্গা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

উপজেলা এলজিইডি প্রকৌশলী হাসনাইন হোসেন বলেন, সরেজমিনে গিয়ে সেতুটির বর্তমান পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।