ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

ডিসেম্বর ১৩ ২০২৪, ১৯:৫৬

স্টাফ রিপোর্টার :বিসিসি ২৪ নং ওয়ার্ডে ব্যাডমিন্টন খেলার মাঠকে কেন্দ্র করে হামলার ঘটনায় শৈশব (১৭) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে বিপ্লব খানের বিরূদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২ টায় বিসিসি ২৪ নং ওয়ার্ডের খান বাড়ির পিছনে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্থানীয় বিপ্লব খানের সাথে কথা-কাটাকাটি হয় শৈশবের।
কথা কাটাকাটি এক পর্যায়ে বিপ্লব কোদাল দিয়ে শৈশবকে কোপ দেয় এবং চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ডাকচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে শৈশবকে উদ্ধার করে শেবাচিম ভর্তি করে।
ভুক্তভোগী বলেন, আমরা এঘটনায় থানায় মামলা করার কথা বলায় বিপ্লব ও তার পরিবার বিভিন্ন ভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়েছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
অভিযুক্ত বিপ্লবের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে অভিযুক্ত বিপ্লবের বড় ভাই মিলন মুঠোফোনে জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না এবং তাদের সাথে আমার যোগাযোগ নেই।
কোতোয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক যুবকে মারধরের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।