সড়ক অবরোধ করে শিক্ষিকার বদলী আদেশ প্রত্যাহার দাবী

স্টাফ রিপোর্টার!! প্রধান শিক্ষিকা নিপা রানী পালের বদলী আদেশ প্রত্যাহার ও স্কুলের পড়ালেখা বাদ দিয়ে ফেসবুক-ইউটিউবে সময় কাটানো সহকারী শিক্ষিকাদের শাস্তির দাবীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারী প্রাথমকি বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকরা এ কর্মসূচী পালন করেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন শিক্ষার্থী অভিভাবক দেলোয়ার হোসেন গাজী, শ্যামল খলিফা সহ অন্যান্য শিক্ষার্থীদের অভিভাবকরা।
এসময় অভিভাবকরা অভিযোগ করে বলেন, স্কুলের কয়েকজন সহকারী শিক্ষক স্কুল চলাকালীণ সময়ে ছাত্র-ছাত্রিদের ক্লাস ফাঁকি দিয়ে ফেসবুক-ইউটিউব নিয়ে ব্যস্ত থাকেন। তারই প্রতিবাদ করায় সহকারী শিক্ষকদের রোষানলে পড়েন প্রধান শিক্ষিকা নিপা।
তাই রোষানলের খেসারত হিসেবে অভিযুক্ত সহকারী শিক্ষকদের পরিবর্তে প্রধান শিক্ষিকাকে বদলী করা হয়েছে। প্রধান শিক্ষিকার বদলী আদেশ প্রত্যাহার না করা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুমকি দেন।