গরুর ফার্ম করে কোটিপতি সফল উদ্যোক্তা বাদল তালুকদার

বাকেরগঞ্জ প্রতিনিধি !! বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের মো: জহিরুল হক তালুকদার বাদল প্রথমে পাঁচটি গরু দিয়ে ২০১২ সালে পথচলা শুরু করেন। এখন ৬৫ টি বিদেশি গরুর মালিক তিনি। আর তার ফার্মের নাম দিয়েছেন তালুকদার দুগ্ধ ফার্ম। প্রতিদিন ২০০ থেকে ২৫০ লিটার দুধ বিক্রি করেন।
বর্তমানে প্রায় কোটি টাকার সম্পদ রয়েছে তার এই গরুর ফার্মে। এই খামার তার জীবন বদলে দেয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছে কবাই ইউনিয়নের অনেক বেকার মানুষের। তার এই গরুর ফার্মের ব্যবসার পাশাপাশি ২০১৬ সালে তিনি কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
কর্মজীবনে তিনি একজন শিক্ষক ছিলেন। কবাই ইউনিয়নের শিয়ালঘুনি বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল কলেজে অধ্যক্ষ ছিলেন তিনি। ২০২১ সালের ৭ জুলাই অবসরে যান। তবে এখন তিনি সফল খামারি। তার খামারের সুনাম ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়।
খামারের মালিক মো: জহিরুল হক তালুকদার বাদল বলেন, আমার বাড়ি নদী ভাঙ্গুলী এলাকায়। ছোট থেকে বড় হয়েছি এই এলাকায়। এলাকার মাটি ও মানুষগুলোর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার মানুষের সেবা দিয়ে আসছি। এই এলাকায় তেমন কোনো মিল কারখানা নেই। এলাকার এই বেকার মানুষগুলোর জন্য কিছু করা যায় কিনা এই চিন্তা থেকে আমার মাথায় খামারের পরিকল্পনা আসে।
তাই শিক্ষকতার পাশাপাশি পাঁচটি গাভি দিয়ে পথচলা শুরু করলেও এখন আমার ফার্মে ৬৫ টি বিদেশি গাভী রয়েছে। প্রতিদিন ২০০ থেকে ২৫০ লিটার দুধ বিক্রি করে থাকি বরিশালের হক মিষ্টান্ন ভান্ডারে। আমি আরও একটা নতুন খামার তৈরি করছি, সেখানে আরো কিছু গরু রাখবো। নতুন কিছু পরিকল্পনা হাতে নিয়েছে আমার ফার্মের উৎপাদিত দুধ দিয়ে এখানে বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য তৈরি করে বিক্রয় করব। যাহাতে এই এলাকার বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমার গরুর ফার্মে ১০ থেকে ১২ জন কাজ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।