কোটি টাকা নিয়ে প্রতারণা
স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেল মিয়া কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে বালু মহলের ইজারা দেয়ার কথা বলে এক কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রুবেল মিয়া নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বুধবার ১২ মার্চ বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট নূরুল আমিন তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। রুবেল মিয়া নগরীর ২৯নং ওয়ার্ডের মুনসুর আহমেদের চেলে ও বরিশাল জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য।
মামলা সূত্রে জানা গেছে, আসামীর মেসার্স হাসান হোসেন এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ১৪৩০ সনের ৩০ চৈত্র পর্যন্ত হিজলার ৩৫নং সৈয়দখালী সাওড়া বালু মহলের ইজারা পায়। সেই অনুযায়ী জেলা প্রশাসক বরাবরে ১২ লাখ ৭৫ হাজার টাকা পে-অর্ডার করে মামলার বাদী নগরীর গণপাড়ার বাসিন্দা আব্দুল বাছেদ। পরে সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ ডিওলেটার দিলে বালু উত্তোলণ বন্ধ করে দেয়। কিন্তু আসামী বাদী ও ১নং স্বাক্ষী আলতাফ হোসেন দিপুর সাথে ২০২৩ সালের ২ আগস্ট চুক্তি সম্পন্ন করে এবং ওই দিন ২৩ লাখ টাকার চেক দিয়ে টাকা উত্তোলণ করে। একই ভাবে ২০২৪ সালের ১১ জানুয়ারী ২৬ লাখ ৫০ হাজার, ওই বছর ৩ মার্চ ৮ লাখ, ১২ মার্চ ৪০ লাখ এবং সর্বশেষ আরও ১২ লাখ ৭৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাত করেন।
এ ঘটনায় ওই বছর ১৯ ডিসেম্বর ১ কোটি ২৩ লাখ টাকা ফেরত চেয়ে আসামীর বরাবরে আইনী নোটেশ প্রেরণ করে আব্দুল বাছেদ। নোটিশের জবাব না দেয়ায় গত ২৩ জানুয়ারী বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। গতকাল আসামী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
মামলার বাদী আব্দুল বাছেদ বলেন, আসামী রুবেল মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা ধরণের প্রতারণা করে অবৈধ সম্পদের পাহাড় বানিয়েছে। সে ১৩নং গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও মেহেন্দীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সময় অঢেল সম্পদ অর্জন করেছেন। দুর্নীতি দমন কমিশন ও এনবিআরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।