বরিশালে মা-মেয়েকে ধর্ষণ চেস্টার অভিযোগে মামলা

জানুয়ারি ০৯ ২০২৫, ১৯:০২

স্টাফ রিপোর্টার !! বরিশালে মা-মেয়েকে ধর্ষণ চেস্টার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বরিশার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনােলে নগরীর নাজির মহল্লার মোঃ বরকত আলী রুম্মানের স্ত্রী মোসাঃ শাকিলা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে এফআইআর হিসেবে গ্রহনের নির্দেশ দেন।

মামলার আসামীরা হলেন, নাজির মহল্লার মোঃ মামুন শরীফ তার স্ত্রী মোসাঃ সুমী আক্তার, আলী আকবর শওকতের স্ত্রী মোসাঃ নাছিমা বেগম ও বাদীর স্বামী মোঃ বরকত আলী রুম্মান।

মামলার বরাত দিয়ে আইনজীবী মোঃ মনিরুজ্জামান-১ বলেন, আসামী বরকত আলী রুম্মানের সাথে ২০১৪ সালে বাদীর বিবাহ হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। আসামীদের কু পরামর্শে বরকত আলী রুম্মান বাদীর কাছে এক লাখ টাকা যৌতুকের দাবীতে নির্যাতন করতো। এ ঘটনায় বাদী সিআর ০৪/২০২৪ মামলা দায়ের করেন। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অপরদিকে মোঃ মামুন শরীফ নাজির মহল্লায় ঘরজামাই হিসেবে বসবাস করে। প্রথম ঘটনার দিন গত ১৬ ডিসেম্বর সকাল ১১টায় অন্যান্য আসামীদের অনুপস্তিতে মামুন শরীফ বাদীর নাবালিকা শিশু সন্তানকে ধর্ষণ চেস্টা করে। এ সময় বাদীর কন্যা ডাক-চিৎকার দিলে আসামী মামুন শরীফ পালিয়ে যায়।

বিষয়টি বাদীকে জানালে গত ৪ জানুয়ারী রাত ১১টায় আসামী মামুন শরীফকে জিজ্ঞেস করলে আসামীরা এলোপাথারী মারধর করে। এ সময় মামুন শরীফ যৌন কামনা চরিতার্থ করার লক্ষে বাদীর বাম স্তনে কামড় দেয়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে গত ৮ জানুয়ারী মামলাটি দায়ের করেন তিনি।