৭৭৬ মামলা বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি
বরিশালে এক বছরে দেড় কোটি টাকার দেনমোহর ও খোরপোষ আদায়

ফাহিম ফিরোজ ॥ স্বামীর সাথে বনিবনা হচ্ছিলো না শারমিন আক্তার পিংকির। প্রতিদিন সংসারে ঝামেলা লেগেই থাকতো। ভাঙণের মুখে পড়ে পিংকির সাজানো সংসার। এক পর্যায়ে লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহায়তা চান পিংকি। এরপর লিগ্যাল এইড অফিস তাদের পারিবারিক বিরোধ মীমাংসা করে দেন। আজ শারমিন আক্তার পিংকি তার স্বামীর সাথে সুখেই জীবনযাপন করছেন।
এভাবে জেলার ১৫২টি পারিবারিক বিরোধ মীমাংসা করেছে জেলা লিগ্যাল এইড অফিস। এই সময়ে পারিবারিক মামলায় দেনমোহর ও খোরপোষ বাবদ প্রায় দেড় কোটি টাকা আদায় করেছে সরকারি সংস্থাটি।
জেলা লিগ্যাল এইড অফিস জানিয়েছে, ২০২৪ সালে ৩৫৯টি ফৌজদারী, ৪০টি দেওয়ানী ও ১৫২টি পারিবারিক মামলায় আইনগত সহায়তা প্রদান করেছেন। এছাড়া ৭৭৬টি মামলা বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়েছে এবং ৭৭৬জন ব্যক্তিকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। এই সময়ে আপোষ মীমাংসার মাধ্যমে দেনমোহর ও খোরপোষ বাবদ এক কোটি ৪০ লাখ ২০ হাজার ৩১০ টাকা আদায় করেছে।
জানা গেছে, ২০১৩ সাল থেকে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে ২৮ এপ্রিল আইনগত সহায়তা দিবস হিসেবে পালিত হচ্ছে। ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনের মধ্য দিয়ে দেশব্যাপী প্রচারণা চালানো হয়। দিবসটি পালনের ফলে সর্বস্তরের মানুষের মধ্যে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই আদালত ও বিচারব্যবস্থার জটিলতা, বাদী ও সাক্ষীর প্রতি হুমকি, সাক্ষীর অনুপস্থিতি, আর্থিক অসচ্ছলতা, অজ্ঞতা এসব কারণে সাধারণ মানুষ প্রায়ই ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য কারণে যাঁরা বিচার পেতে অসমর্থ বা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন, তাঁদের জন্য বিচারের পথ সুগম করতেই আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ প্রণীত হয়। এটি একটি যুগান্তকারী ও জনবান্ধব আইন। ২০০৯ সালে জাতীয় আইনগত সহায়তার প্রধান কার্যালয় স্থাপিত হওয়ার ফলে আইনগত সহায়তা প্রদান আইনটি বাস্তবে রূপ লাভ করে এবং সরকারি আইনি সহায়তা কার্যক্রমটি গতি লাভ করে।
২৮ এপ্রিল যথাযথ মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে সকাল ৯ টায় বর্নাঢ্য র্যালী, দিবসটির তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ ফারুক হোসেন এবং জেলা লিগ্যাল এইড অফিসার (ভারঃ) সিনিয়র সহকারী জজ সাব্বির মোঃ খালিদ সভার সঞ্চলনা করেন।
এছাড়াও জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে অপরাধী সংশোধন ও পূর্নবাসন সমিতি, সমাজসেবা অধিদপ্তর থেকে লিগ্যাল এইড সেবা গ্রহীতাদের মধ্যে ১ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়।