ইছাকাঠিতে গোডাউনের মালামাল চুরির অভিযোগে দুই চোর আটক

মে ০৫ ২০২৫, ২০:০১

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর ইছাকাঠিতে গোডাউনের মালামাল চুরির অভিযোগে দুই চোরকে আটক করা হয়েছে। আজ সোমবার বিএমপি পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, নগরীর ইছাকাঠি এলাকার দিপক মন্ডলের ছেলে নিলয় মন্ডল (২৬) ও সদর উপজেলার চর অবদানী এলাকার মোঃ রশিদ হাওলাদারের ছেলে মোঃ জুম্মান (২২)।

মামলা সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানাধীন কলাডেমা সেতুবন্ধন ক্লাবের বিপরীতে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে ওই এলাকার মৃত কাজী নেছার উদ্দিন আজাদের ছেলে কাজী রাফির পরিবারের একটি গোডাউন রয়েছে। ওই গোডাউন থেকে বিভিন্ন নির্মানাধীণ ভবনের মালামালসহ গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস পত্র ভেতরে রেখে তালাবদ্ধ রাখা ছিলো।

সোমবার (৫ মে) সকাল ৭টায় গোডাউনে গিয়ে দরজা খোলা এবং তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে দেখতে পান রাফি। গোডাউনের ভিতরে থাকা ১০টি লোহার ড্রাম শীট, ফ্রিজের কমপ্রেসার, ১২টি থাই এ্যালুমিনিয়াম বার, কিছু বৈদ্যুতিক তার, প্লেন শীট, পানির মোটর সহ প্রায় ৮৩ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। চুরি যাওয়া মালামাল বিভিন্ন স্থানে খোঁজা-খুজি করে পাওয়া যায়নি।

পরবর্তীতে জানতে পারেন এয়ারপোর্ট থানা পুলিশ কাশিপুর চৌমাথা বাজার সংলগ্ন এলাকা থেকে ওই চোরাই মালামালসহ দুই চোরকে আটক করেছে। পরে থানায় গিয়ে পুলিশের জব্দকৃত চোরাই মালামাল সনাক্ত করেন রাফি। এ ঘটনায় কাজী রাফি বাদী হয়ে আটককৃত দুই চোরসহ অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।