বাউফলে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

বাউফল প্রতিনিধি : পটুয়াখালী বাউফলে সানজিদা আক্তার (১০) নামের এক কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেশবপুর ইউপির মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সানজিদা উত্তর মমিনপুর গ্রামের মৃত বাবুল আকনের মেয়ে। সে তেতুলিয়া আশরাফুল উলুম নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, কিশোরীর মা সানজিদা বেগম দুপুরের খাবারের জন্য ডিম রান্না করেন। জমি চাষাবাদের জন্য নিয়োজিত কৃষক ও কৃষাণীদের ডিম দিয়ে খাবার দেওয়ার পরে আর কোনো ডিম অবশিষ্ট ছিল না।
পরে সে খেতে গিয়ে ডিম না পাওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান বলেন, এসআই নিরস্ত্র মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের সুরতহাল প্রস্তুত কাজে নিয়োজিত রয়েছেন। ময়নাতদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে।