সাংবাদিক আরেফিন তুষার আর নেই

স্টাফ রিপোর্টার : জাতীয় দৈনিক কাল বেলার পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান, বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরেফিন তুষার (৪০) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে সদর রোডস্থ দৈনিক কাল বেলা পত্রিকার বরিশাল ব্যুরো (হাবিব ভবন) অফিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অফিস চলাকালে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আরেফিন তুষার বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন বাশারের খালাতো ভাই। তিনি বরিশাল প্রেসক্লাব থেকে বার বার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি দায়িত্ব পালন করেছেন। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার ১নং আন্দারমানিক ইউনিয়নের বাসিন্দা।
আরেফিন তুষারের মৃত্যুতে বরিশাল সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হতে থাকেন সহকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন তারা।
আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউজ বরিশাল এর আইন উপদেষ্টা অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান, সম্পাদক এস.এম কাওসার হোসেন, সাহিত্য সম্পাদক কমল সেনগুপ্ত সহ পরিবারবর্গ।