পাখির খাবারের মধ্যে পাওয়া গেলো ২ কেজি গাঁজা, যুবক আটক

সেপ্টেম্বর ০৮ ২০২৫, ২০:৫৬

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার অভিযানে শাহ মো: সাইফুল্লাহ (৩৮) কে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় নগরীর এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৯নং ওয়ার্ডস্থ কাশিপুর বাজারের শহীদ মিনার সংলগ্ন “মেহেন্দিগঞ্জ পাখি ঘর” নামক দোকানের মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় একটি প্লাষ্টিকের ধানের বস্তার মধ্যে রক্ষিত খাকী কসটেপ দ্বারা পেছানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিএমপি’র গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো: ছগির হোসেন।