বাউফলে মুদি দোকানের ক্যাশবাক্স থেকে গাঁজা জব্দ, আটক ১

সেপ্টেম্বর ০৮ ২০২৫, ১৯:৫৭

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি মুদি দোকানের ক্যাশবাক্স থেকে গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নাজমুল হোসেন (২৬) নামের ওই দোকানিকে আটক করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ল্যাংড়া মুন্সির ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাজমুল দাশপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত সোলায়মান আকনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাজমুল ‘রাশিদা এন্টারপ্রাইজ’ নামের মুদি দোকানের আড়ালে গাঁজা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দোকানে অভিযান চালিয়ে ক্যাশবাক্সের ভেতর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ‘আটক নাজমুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’