বরিশালে গণমাধ্যম সংস্কার কমিশনের সভা

স্টাফ রিপোর্টার !! গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং শক্তিশালী গণমাধ্যম এই তিনটি বিষয়ে তাদের মতামত প্রকাশ করবেন।
সেক্ষেত্রে সাংবাদিকদের মতামত বা সুপারিশ জানতে তাদের এই সভা। এখান থেকে উঠে আসা সুপারিশমালা সরকারের কাছে তুলে ধরবে গণমাধ্যম সংস্কার কমিশন।
সোমবার নগরীর বান্দ রোর্ড শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে বরিশাল বিভাগের প্রিন্ট এবং ইলেকক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান একথা বলেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা প্রেস কাউন্সিলকে উপযুক্ত করে তৈরি করা এবং তাদের কাজের ক্ষেত্রে নানা অন্তরায়ের কথা তুলে ধরেন।