বরিশালে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

স্টাফ রিপোর্টার !! বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার কোতয়ালী মডেল থানাধীন ২৩ নং ওয়ার্ডস্থ সরদার পাড়া রোডের তাহরিকুল ইমান মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়।
বিএমপির গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো: ছগির হোসেন এর নেতৃতে পরিচালিত মাদক বিরোধী অভিযানে আটককৃতরা হলো আবু হাসান গাজী (৩৭) ও মো: কামাল হোসেন হাওলাদার ওরফে মেঝ কামাল (৫২)।
এ সময় তাদের তল্লাশী করে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।