চার দফা আদায়ে ববি শিক্ষার্থীদের কফিন মিছিল

স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের করা মামলার প্রতিবাদ এবং চার দফা দাবী আদায়ে কফিন মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
গতকাল বুধবার রাত ৮ টার দিকে ক্যাম্পাসের গ্রাউন্ডফ্লোর থেকে মুখে কালো কাপড় বেঁধে, মৃত প্রশাসন লেখা কফিন কাঁধে নিয়ে মিছিল বের করে আন্দোলনকারীরা।
প্রধান গেটের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়কে প্রতিকী গায়েবনা জানাজা করে বিক্ষুব্ধরা। পরে মিছিল সহকারে প্রক্টর অফিসের তালায় সিলগালা করে স্লোগানে মুখর রাখে।
আন্দোলনকারীরা জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত শান্তপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এসব বিষয়ে উপাচার্য ডক্টর শুচিতা শরমিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।