সাংস্কৃতিক সংগঠন চারুকলার কমিটি গঠন

মে ০৯ ২০২৫, ১৮:১১

স্টাফ রিপোর্টার : বরিশালের অন্যতম সাংস্কৃতিক সংগঠন চারুকলা বরিশালের ৩৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীর সদররোডস্থ কীর্তনখোলা মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চারুকলা বরিশালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ টিপু। সভায় বিগত কার্যবছরের উপর রিপোর্ট পাঠ করেন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক দুর্জয় সিংহ জয়।

এ সময় সাধারণ সম্পাদকের রিপোর্টের উপর বিগত বছরগুলোর কার্যক্রম ও ভবিষ্যতে করণীয় সকল বিষয় নিয়ে আলোচনায় করেন সাধারণ সদস্যরা । বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

আবদুস সোবহান বাচ্চুকে নির্বাচন কমিশনার করে সর্বসম্মতিক্রমে দীপঙ্কর চক্রবর্তীকে সভাপতি ও গৌরব কর্মকারকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ কার্যবছরের জন্য ৩০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি আবুল কালাম আজাদ টিপু ও সুশান্ত ঘোষ, কোষাধ্যক্ষ-সুমন দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সুপ্ত কর্মকার ও জ্যোতির্ময় রুদ্র সোম, সদস্য বিষয়ক সম্পাদক কিশোর রায় আকাশ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মুন্নী বিশ্বাস, মঙ্গল শোভাযাত্রা ও লোকশিল্প বিষয়ক সম্পাদক-তাসনিম মাহমুদ সিয়াম, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক ঝুমু কর্মকার, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিথী আক্তার, দাপ্তরিক নথি সংরক্ষণ ও প্রচার বিষয়ক সম্পাদক আর্থী কর্মকার, মুদ্রণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জয় সাহা, কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয় আলতাফ হোসেন, আব্দুস সোবাহান বাচ্চু, সুভাষ চন্দ্র দাস নিতাই, চন্দ্র শেখর রায় বাবুল, অনিতা রায়, সালাউদ্দিন সিজাম, তাপস কর্মকার, অসীম বণিক, নাজমুল আলম অভি, রনি দাস, তমাল রায়, সাব্বির মাহামুদ আবির, দুর্জয় সিংহ, ধনঞ্জয় দে, শান্ত বালা ও ঈশিকা ঘোষকে।

এক বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়। একই সাথে ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী, প্রতিযোগিতার, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।