ফুটপাত দখল করে বিআইডব্লিউটিএ’র সীমানা প্রাচীর নির্মাণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;
ফাহিম ফিরোজ, বরিশাল॥ ফুটপাত উদ্ধারে যখন বরিশাল সিটি করপোরেশন কঠোর অবস্থানে, ঠিক তখনই ফুটপাত দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। জনসাধারণের হাটার জন্য ৫ ফুট প্রস্থ্যের ফুটপাত রয়েছে নগরীর বান্দ রোডস্থ লঞ্চঘাট এলাকায়। কিন্তু ৫ ফুট প্রস্থ্যের ওই ফুটপাত দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছে বিআইডব্লিউটিএ।

বরিশাল নগরীর বান্দ রোডে জনগনের চলাচলের ফুটপাত দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছে বিআইডব্লিউটিএ-নিউজ বরিশাল।
জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রায়হান কাওসার জলাবদ্ধতার নিরসন ও ফুটপাত দখলকারীদের উচ্ছ্যেদে অভিযান পরিচালনা করছেন। তিনি নিজে উপস্থিত থেকে দখলদারদের স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেন। গত কয়েক দিনে নগরীর অধিকাংশ সড়কের অবৈধ দখলদারদের উচ্ছ্যেদ করেছেন তিনি। এমনকি দখলদারদের উচ্ছ্যেদের সময় প্রশাসককে নগরীর দাস রোডে আক্রমনাত্মক হতেও দেখা গেছে। তার কথা ক্লিয়ার যে কোন মূল্যে ফুটপাত দখলমুক্ত করতে হবে।
কিন্তু শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, নগরীর বান্দ রোডস্থ লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিএ অবৈধভাবে জনগনের চলাচলের ফুটপাত দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছে। ফুটপাতের নিচে রয়েছে ড্রেন। সেটিও মাটি এবং বালু দিয়ে ভরাট করতে দেখা গেছে।
জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ স্টল উচ্ছেদ করে ৫ ফুট প্রস্থ্যের ড্রেন ও ফুটপাত নির্মাণ করেছিলেন। ওই সময় বিআইডব্লিউটিএ লঞ্চঘাটে সীমানা প্রাচীর নির্মাণ করেছিলো। সেই সীমানা প্রাচীর ভেঙ্গে নতুন করে নির্মাণ করছেন তারা। তবে পূর্বের জায়গায় না করে ফুটপাতের উপর সীমানা প্রাচীর নির্মাণ করছেন তারা।
পথচারী আরিফ হোসেন বলেন, জনসাধারণের চলাচলের ফুটপাত সরকারের প্রতিষ্ঠান কিভাবে দখল করে। এটা দেখার কি কেউ নেই?
মাহিন্দা চালক জাহাঙ্গীর বলেন, ফুটপাত দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করলে মানুষ হাটবে কোথায়? নগর কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিষয়টি জানতে বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোঃ সেলিম রেজাকে ফোন করা হলে তিনি জানান, ফুটপাত ফুটপাতের জায়গায় রয়েছে। পুরোনো সীমানা প্রাচীর যেখানে রয়েছে, সেটা ভেঙে নতুন করে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। ফুটপাত দখলের প্রশ্নই আসে না।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী বলেন, বিষযটি তার জানা নেই। সার্ভেয়ার পাঠিয়ে খোঁজ নিয়ে দেখতে হবে।