উজিরপুরে খাদ্য গোডাউন কর্মকর্তার বিরুদ্ধে অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার অভিযোগ

সেপ্টেম্বর ০২ ২০২৫, ১৩:১৩

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে উপজেলা খাদ্য গোডাউন কর্মকর্তা জসিমউদ্দিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গোডাউন চত্বরের সরকারি গাছ কেটে বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে।
সুত্র থেকে জানাগেছে উজিরপুর উপজেলা খাদ‍্য গোডাউন চত্বরের মূল্যবান মেহগনি গাছ কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়াই গোপনে কেটে কিছু গাছ বিক্রয় করার হয়েছে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহানা পারভিন বলেন গোডাউন চত্বরের গাছ কাটার বিষয়ে গোডাউন কর্মকর্তা জসিম উদ্দিন কোন লিখিত অনুমতির  আবেদন আমার কাছে নাই, তবে সরকারি দপ্তরের গাছ কাটা অথবা বিক্রয় করার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা উচিত।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  আলী সুজা জানান সরকারি দপ্তরের গাছ বিক্রয় কমিটি আছে যাহার পদাধিকার বলে আমি সভাপতি কিন্তু উপজেলা খাদ্য গোডাউনের গাছ কর্তনের কোন অনুমতির জন‍্য গোডাউন কর্মকর্তা  অবহিত করে নাই, বিষয়টি খতিয়ে দেখে অনিয়ম থাকলে  যথাযথ ব‍্যবস্থা গ্রহন করা হবে।
উজিরপুর উপজেলা খাদ্য গোডাউন কর্মকর্তা জসিম উদ্দিন বলেন গোডাউনের ভেতরে বিদ‍্যুৎ লাইন থাকায় স্থানীয়দের অনুরোধ ও নতুন ভবন নির্মাণ কাজ করার জন্য কিছু গাছ কাটা হয়েছে কিন্তু বিক্রি করা হয় নাই, সরকারি গাছ কাটার জন‍্য কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়েছে কিনা সে ব‍্যাপারে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারে নাই।