বিসিসি’র অপরিকল্পিত শৌচাগার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর টিবি হাসপাতাল পুকুরের দক্ষিণ পাড়ে সিটি কর্পোরেশনের অপরিকল্পিত শৌচাগার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, যে স্থানে শৌচাগার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন সেখানে পরিবেশ বিঘ্নিত হবে।
পাশেই একটি বিদ্যালয় এবং মসজিদ রয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি মসজিদে আসা মুসুল্লীদের সমস্যা তৈরী হবে। তাই শৌচাগারটি টিবি হাসপাতালের দক্ষিণ পাশে না করে পূর্ব বা পশ্চিম পাশে নির্মাণ করার দাবী জানান।