এ্যাড. সৈয়দ আজমল হোসেন চৌধুরীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর কালিবাড়ী রোড নিবাসী ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরীর ছোট ভাই এ্যাড. সৈয়দ আজমল হোসেন চৌধুরি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর।
তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ছিলেন। দীর্ঘদিন সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত ছিলেন। বৃহস্পতিবার বাদ এশা ফকিরবাড়ি রোড জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়।
জানাজার নামাজে নগরীর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজ শুক্রবার আঞ্জুমান ই হেমায়েত ইসলাম ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুমকে মুসলিম গোরস্থানে দাফন করা হয়।