বরগুনায় মাদক সেবনে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

বরগুনা প্রতিনিধি : বরগুনায় মাদক সেবনে বাধা দেওয়ায় ঘরে ঢুকে বশির ও রোজি নামের এক দিনমজুর দম্পতিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলার শিকার বশির ও রোজির বাড়ির সামনে বিভিন্ন সময় লোকজন নিয়ে মাদক সেবন করতেন রাব্বি নামে স্থানীয় এক যুবক। বাড়ির সামনে তাদের মাদক সেবনে বাধা দেন তারা।
এরপর বৃহস্পতিবার রাতে অভিযুক্ত রাব্বিসহ আরও কয়েকজন ওই ঘরে প্রবেশ করে স্বামী-স্ত্রী দুজনকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হামলায় বশিরের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হওয়ার পাশাপাশি মাথার দুই জায়গায় ফেটে গেছে। এ ছাড়াও তার স্ত্রী রোজির ডান হাত ভেঙে গেছে। তারও মাথার এক জায়গা ফেটে গেছে।
বশিরের প্রতিবেশী মোঃ আকাশ বলেন, মানুষের ডাক-চিৎকার শুনে তাদের বাড়িতে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে স্বামী স্ত্রী দুজনেই মাটিতে পড়ে আছে। পরে তাদের উদ্ধার করে বরগুনা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করিয়েছি।
হামলার শিকার বশিরের স্ত্রী রোজি বলেন, আমরা স্বামী স্ত্রী দুজনেই ভাত খাচ্ছিলাম। এ সময় রাব্বি এসে ঘরের দরজায় ধাক্কা দেয়। পরে দরজা খোলার সঙ্গে সঙ্গেই রাব্বি ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে আমার স্বামী ও আমাকে পিটিয়ে গুরুতর আহত করে। ঘরের সামনে মাদক সেবনে বাধা দেওয়ায় তারা এ হামলা চালায়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার প্রকৃত তথ্য জানতে আহতদের কাছে পুলিশ গিয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।