বিসিসির নিষেধাজ্ঞা অমান্য করে প্লান বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ

মার্চ ২৩ ২০২৫, ২০:২৯

স্টাফ রিপোর্টার ॥ নগরীর কাউনিয়ায় বরিশাল সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা অমান্য প্লান বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। প্রথমে সিটি কর্পোরশন নির্মাণ কাজ বন্ধ করে দিলেও রাতের আঁধারে ভবন নির্মাণের কাজ করছে। এ ঘটনায় জেলা প্রশাসক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন পার্শ্ববর্তী জমির মালিক প্রদীপ হালদার।

গত ৯ মার্চ দেয়া অভিযোগ তিনি উল্লেখ করেন, বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন জে এল নং ৪৭, কাউনিয়া মৌজার এসএ ২৪৯ নং খতিয়ানের এস এ ৮৭৪/৮৭৫ নম্বর দাগের অধিগ্রহনকৃত জায়গার পশ্চিম পার্শ্বে প্রদীপ হালদারের বসত ঘর। ওই সরকারি সম্পত্তিতে বিবাদী জন ঘরামী অবৈধ ভাবে প্লান বহির্ভূত ভবন নির্মানের কাজ করে। সিটি কর্পোরেশনের প্লান বহির্ভূত ভবন নির্মাণে বাধা দিলে জন ঘরামী হুমকি-ধমকি দেয়।

অভিযোগের পরে বিসিসির রোড ইন্সপেক্টরকে সাজ্জাদ হোসেন নির্মাণ কাজ বন্ধ করে দেয়। প্রাথমিকভাবে নির্মাণ কাজ বন্ধ করলেও রাতের আঁধারে পুরোদমে ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন জন ঘরামী।

পার্শ্ববর্তী জমির মালিক প্রদীপ হালদার বলেন, অবৈধভাবে প্লান বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ দেয়ার পরে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। রাতের আঁধারে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে জন ঘরামী।

এ ব্যাপারে বিসিসির রোড ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন বলেন, নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলাম। পুনরায় যদি ভবন নির্মাণ কাজ শুরু করে তাহলে আবার নোটিশ দেয়া হবে। কর্তৃপক্ষের নির্দেশ পেলে ভেঙে দেয়া হবে।