বরিশালে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক, পিকআপ জব্দ

জুলাই ০৯ ২০২৫, ০২:০৬

মোঃ মহিউদ্দিন খাঁন রানা : বরিশাল নগরীর রুপাতলী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মেট্রো ডিবি পুলিশ। আটককৃত যুবকের নাম শাহিন।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১টার দিকে রুপাতলির বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বরিশাল মেট্রো ডিবি পুলিশের ওসি সগির হোসেন ও এসআই মেহেদি হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।