সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খালে, আহত ২৫

জুলাই ০৮ ২০২৫, ১৮:৫৭

গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাল পড়ে ২৫ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে গৌরনদী পৌরসভার লালপোল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ৪০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা বরিশালগামী মামুন পরিবহনের ওই বাসটি বেপরোয়া গতি ও প্রবল বর্ষার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে।

স্থানীয়রা পরিবহনটির অবস্থা দেখে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

পরে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান।