স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে বৃষ্টি উপেক্ষা করে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট পিরোজপুর জেলা শাখার আয়োজনে দুই ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রস্তাবিত মাঠ পর্যায়ের কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক (সম্মান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড দেওয়ার দাবি জানান স্বাস্থ্য সহকারীরা।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুন্নাহার, সেক্রেটারি মহাসেন, মঠবাড়িয়া উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকাসহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন উপজেলার স্বাস্থ্য সহকারীরা।
পিরোজপুর জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুন্নাহার বলেন, ‘আমাদের মূল দাবি ছয়টি। এরমধ্যে অন্যতম নিয়োগবিধি সংশোধন করে স্নাতক ডিগ্রি সংযুক্ত এবং ১৪তম গ্রেডে উন্নীত করতে হবে। ১১তম ইন সার্ভিস কোর্স চালুর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে।