অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বরিশাল নগরীর জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজে এ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রুনা লায়লা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুচিকান্ত হাজং, জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সালেহ এম সেলী, যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার, চ্যানেলআই এর বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থ।
সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান।অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক অ্যালবার্ট রিপন বল্লব।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে একটি মুরগি, পোলাও চাল, পিয়াজ, রসুন, আলু, সেমাই, দুধ, বিস্কিট ইত্যাদি।