চুরির অপরাধে দুই চোরের মাথার চুল কর্তন

এপ্রিল ০৪ ২০২৫, ১৯:৩১

স্টাফ রিপোর্টার : বরিশালের আগৈলঝাড়ায় চুরি করার অপরাধে দুই চোরকে মাথার চুল কেটে, গলায় চোরের প্লেকার্ড ঝুলিয়ে বাজার ঘুড়িয়ে খামের সাথে রশি দিয়ে বেধে রাখে বাজারের লোকজন। এমনকি রাতে শিকল দিয়ে বেধে রাখে তাদের। উপজেলা সদর বাজারে এমন ঘটনা ঘটলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এনিয়ে স্থানীয় লোকজনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলা সদরের মায়ের দোয়া আইসক্রিম ফ্যাক্টরীর মালিক হাসান ফকির। ওই ফ্যাক্টরীর কর্মচারী ছিলেন যবসেন গ্রামের ইনু পাইকের ছেলে লিমন পাইক। গত ৮ মার্চ রাতে ওই ফ্যাক্টরী থেকে কর্মচারী লিমন পাইক ৭০ হাজার টাকা চুরি করে ঢাকায় চলে যায়। আইসক্রিম ফ্যাক্টরীর মালিক হাসান ফকির তাদের বিভিন্ন স্থানে খুজতে থাকে।

পরে লিমন পাইক ও ইমন মোল্লাকে খুজে ঈদের পরের দিন (১এপ্রিল) ঢাকার মোহাম্মাদপুর থেকে আগৈলঝাড়ায় নিয়ে আসেন হাসান ফকির। ওই দিন রাতে তাদের দুইজনকে শিকল দিয়ে ঘরে বেধে রাখে হাসান ফকির।

পরেদিন ২ এপ্রিল চোর দুইজনকে পুলিশে না দিয়ে হাসান ফকির ও বাজারের লোকজন তাদের দুইজনের মাথা চুল কেটে, চোরের প্লেকার্ড ঝুলিয়ে বাজার ঘুড়িয়ে সন্ধ্যা মজুমদারের দোকানের সামনে বিদ্যুৎতের খুটির সাথে রশি দিয়ে বেধে রাখে।

এঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এঘটনায় নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। টাকা চুরির কথা স্বীকার করেছে চোর লিমন পাইক, সে জমি বিক্রি করে টাকা পরিশোধ করে দিবে।

এব্যাপারে ইমন মোল্লার পিতা বাবুল মোল্লা বলেন, আমার ছেলে চুরি করলে তার বিরুদ্ধে মামলা করে থানায় ধরিয়ে দেন। তাকে তো এভাবে মাথার চুল কেটে রশি দিয়ে খামের সাথে বেধে রাখা ঠিক হয়নি। আমি লোকজনের হুমকির ভয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছি না। যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে আমি মামলা করবো।

এব্যাপারে ফ্যাক্টরীর মালিক হাসান ফকির জানান, আমার ফ্যাক্টরী থেকে ৭০ হাজার টাকা চুরি করে নিয়েছে লিমন পাইক। আমি তাদের ঢাকা থেকে ধরে এনেছি। বাজারের লোকজন তাদের মাথার চুল কেটে খামের সাথে বেধে রেখেছে। তারা যাতে পালাতে না পারে সেইজন্য রাতে শিকল দিয়ে বেধে রেখেছি।

এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম বলেন, যার টাকা চুরি হয়েছে সে যদি টাকা উদ্ধার করতে পারত তাহলে আমরা মামলা নিতাম। তারা যে কাজ করেছে এব্যাপারে যদি ভুক্তিভোগী পরিবার মামলা করে আমরা মামলা নিবো।