ববি’র ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে জিডির প্রতিবাদে মহাসড়ক অবরোধ

এপ্রিল ৩০ ২০২৫, ০০:১০

স্টাফ রিপোর্টার : বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অপসারণ দাবি এবং আন্দোলনরত ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মশাল মিছিল শেষে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে শতাধিক যানবাহন আটকা পরে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

অবরোধকারী শিক্ষার্থীরা সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমান রেজিস্ট্রার মনিরুল ইসলামের অপসারণ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে অপসারণ করা অধ্যাপক মুহসিন উদ্দীনকে পুনর্বহাল, স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের জন্য উপাচার্যকে ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় দায়ের করা সাধারণ ডায়েরি প্রত্যাহারের দাবি করেন।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রেজিস্ট্রারের অপসারণের দাবিতে কুশপুত্তলিকা দাহ করে রেজিস্ট্রারের কার্যালয়ে তালা দিয়েছিলেন একদল শিক্ষার্থী। তাদের দাবি, রেজিস্ট্রার ফ্যাসিস্টদের দোসর ও ভোলার মনপুরা উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মুহসিন উদ্দীনকে ১৩ এপ্রিল সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিল থেকে অন্যায়ভাবে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকেই মুহসিন উদ্দীনকে স্বপদে বহাল করার দাবি নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা চার দফা দাবি দিয়ে সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

রেজিস্ট্রারের কক্ষে তালা দেওয়া ও তার কুশপুত্তলিকা দাহর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কেএম সানোয়ার পারভেজ ২৮ এপ্রিল বন্দর থানায় ২২ জন আন্দোলনরত শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি করেন। এতে ১০ জনের নামোল্লেখসহ আরও ১২ জনকে অজ্ঞাতনামা হিসেবে অভিযুক্ত করা হয়।