বরিশাল বোর্ডে কমেছে পাসের হার-জিপিএ-৫

স্টাফ রিপোর্টার : এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩২ দশমিক ৭৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। এতে করে আট বিভাগের মধ্যে সর্বনিম্ন স্থানে অবস্থান করছে বোর্ডটি। বৃহস্পতিবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
তিনি জানান, চলতি বছর বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। গত বছর যা ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন। গত বছর যা ছিল ৬ হাজার ১৪৫ জন। অর্থাৎ ৩০৩১ জন কম পেয়েছে।
বোর্ড চেয়ারম্যান জানান, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৪ হাজার ৭০২ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮২ হাজার ৯৩১ জন। আর পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন। আর বহিষ্কার হয়েছে ২৮ জন।
বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১৫০২টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১৭টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯৪টি। তবে পাশের হারের সাথে সাথে এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে।