বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৮ জুলাই পালিত হবে ‘লীগ বহিস্কার’ কর্মসূচি

স্টাফ রিপোর্টার : জুলাই অভ্যূত্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার একবছর পেরিয়ে গেলেও এখনও হয়নি বিচার। বরং অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ববি’র ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সৌরভ রায় জানান, জুলাই গণঅভ্যূত্থান উপলক্ষে আগামী ১৮ জুলাই ববিতে ‘লীগ বহিস্কার’ কর্মসূচি পালন করা হবে। এনিয়ে ৯ জুলাই বিকেলে ববি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষার্থীদের পক্ষে এ প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া মোট ১৩টি কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে-জুলাই ছাত্র জনতার বিজয় র্যালি ও বিজয় ভোজ, জুলাই অ্যাম্বাসেডর ও সম্মাননা প্রদান, শর্টফিল্ম, ভিডিও প্রদর্শনী, পোস্টার ও শ্লোগান প্রতিযোগিতা, “জুলাই ৩৬” ভাবনা প্রতিযোগিতা, রচনা, কবিতা, চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা, রিমেম্বারেন্স ভিডিও শেয়ার, শহিদ পরিবার ও আহতদের সম্মাননা (ক্রেস্ট প্রদান), “জুলাই কর্নার” উদ্বোধণ, “জুলাই ৩৬” স্মৃতিফলক নির্মাণ, “জুলাই শহিদ দিবস” উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং স্বৈরাচার মুক্ত দিবস উদযাপন।
ববি’র ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ছাত্রলীগের বিচার না হওয়া আমাদের জন্য লজ্জাজনক। তাই আগামী ১৮ জুলাই ‘ছাত্রলীগ বহিস্কার’ কর্মসূচির মাধ্যমে আন্দোলনের নতুন অধ্যায় শুরু হবে। ববি’র শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুধুমাত্র ছাত্রলীগ নয়; বরং আন্দোলন দমনের পেছন থেকে ইন্ধনদাতা কিছু শিক্ষকেরও বিচার হওয়া জরুরি।
ববি’র রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. মুহসিন উদ্দিন বলেন, শিক্ষার্থীদের প্রতি আমরা প্রতিশ্রæতিবদ্ধ। আগামী ১৮ জুলাই আমরা ‘লীগ বহিস্কার’ এর ঘোষণা দেব। তিনি আরও বলেন, শিক্ষকদের বিষয়টি কিছুটা জটিল হলেও নীতিগতভাবে আমরা একমত হয়েছি।