ফলাফলে বরিশাল বোর্ডের শীর্ষে পিরোজপুর জেলা

জুলাই ১০ ২০২৫, ১৯:৪৬

স্টাফ রিপোর্টার : এসএসসি পরীক্ষার পাসের হারে বরিশাল বোর্ডের ফলাফল পর্যালোচনায় এবারও পিরোজপুর জেলা সবার শীর্ষে অবস্থান করছে। বিভাগের ছয় জেলার মধ্যে সবার নিচে অবস্থান করছে বরগুনা জেলা।

বৃহস্পতিবার (১০ম জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মে. ইউনুস আলী সি‌দ্দিকী।

তিনি জানান, ছয় জেলার মধ্যে সবচেয়ে বেশি পাস করেছে পিরোজপুর জেলায়। এ জেলায় মোট পাসের হার ৬৫ দশমিক ৩৮। দ্বিতীয় অবস্থানে আছে বরিশাল জেলা। এই জেলায় পাসের হার ৫৭ দশমিক ২০। তৃতীয় অবস্থানে পটুয়াখালী জেলার পাশের হার ৫৫ দশমিক ৭২। চতুর্থ অবস্থানে ভোলা জেলার পাসের হার ৫৪ দশমিক ৭০। পঞ্চম অবস্থানে ঝালকাঠি জেলার পাসের হার ৫১ দশমিক ৭৭ এবং ষষ্ঠ অবস্থানে বরগুনা জেলার পাশের হার ৫০ দশমিক ৮৪।

এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার সব থেকে বেশি এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ২ হাজার ৯২০ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ১৫৯২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৫ জন জিপিএ-৫ পেয়েছে।

বিভাগে মোট পরীক্ষার্থী ছিল, ৮৪ হাজার ৭০২ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮২ হাজার ৯৩১ জন। আর পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন। আর বহিষ্কার হয়েছে ২৮ জন।