ফলাফল পেয়ে কেদে দিলো বাবার লাশ রেখে পরীক্ষা দিতে যাওয়া সেই মারিয়া

জুলাই ১০ ২০২৫, ১৯:৫৯

পটুয়াখালী প্রতিনিধি : এসএসসি পরীক্ষার দিন ভোরে না ফেরার দেশে চলে যান বাবা। হৃদয়বিদারক সেই মুহূর্তে বাবার মরদেহ বাড়িতে রেখেই বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় মারিয়া আক্তার। আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৩.৮৩ পেয়েছে সে। আশানুরূপ ফল না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে এই সাহসী কন্যা।

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া আক্তার। গত ১০ এপ্রিল, যেদিন এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল, সেদিন সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় তার বাবা মামুন হাওলাদার। সেই শোকের ভার নিয়েই বাংলা পরীক্ষায় অংশ নেয় মারিয়া।

মারিয়া জানায়, বাবা সবসময় চাইতেন আমি যাতে মানুষের মতো মানুষ হই। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। বাবার স্বপ্ন পূরণের জন্যই তার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলাম। কিন্তু যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, সেভাবে ফল হয়নি। তাই খুব খারাপ লাগছে।

মারিয়ার ছোট চাচা অলিউল্লাহ বলেন, মারিয়া ছাত্রী হিসেবে খুব ভালো, কিন্তু আমার ভাইয়ের মৃত্যুর কারণে মারিয়া একেবারে ভেঙে পড়ে। আমরা তাকে সাহস দিয়েছি, পাশে থেকেছি। আজ ফলাফল প্রকাশ হয়েছে, প্রত্যাশ অনুযায়ী ফল না পেয়ে কান্নাকাটি করছে। আমাদের ইচ্ছে তাকে ঢাকায় ভালো কোনো কলেজে ভর্তি করবো, সে যতদূর পড়তে চায় তাকে ততদূর পড়াতে চাই।

বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরদ লাল বৈদ্য বলেন, মারিয়ার মতো পরিস্থিতিতে অন্য কেউ হলে হয়তো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারত না। সে ছাত্রী হিসেবে খুবই ভালো। ধারণা করেছিলাম জিপিএ ফাইভ না পেলেও কাছাকাছি পাবে। তবে তার বাবার মৃত্যুতে সে কিছুটা ভেঙে পড়েছে তাই প্রত্যাশা অনুযায়ী ফলাফল অর্জন করতে পারেনি। তবুও আমরা খুশি যে, সে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।