ফলাফল দেখা হলো না কাজী নাহিয়ানের

স্টাফ রিপোর্টার : বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বাসিন্দা কাজী নাহিয়ান (১৬) এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪.৭৮ (এ) পেয়েছে। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, নিজের স্বপ্নের ফলাফল দেখার আগেই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হয়েছে তাকে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল ঘোষণার পর যখন সারাদেশে আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা, তখন টরকী বন্দরে নাহিয়ানের পরিবারে চলছে শোকের মাতম। পরীক্ষার ফলাফল ঘোষণার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার ও স্বজনরা।
মৃত্যুকালে কাজী নাহিয়ানের বয়স ছিল ১৬ বছর। টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে। পরীক্ষা শেষে গত ২২ মে ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয় নাহিয়ান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বরিশাল বিমানবন্দর থানার পাংশা গ্রামের বাসিন্দা ও ওষুধ ব্যবসায়ী কাজী আব্দুল্লাহ আল-মাসুদের বড় ছেলে নাহিয়ান তার নানা, টরকী বন্দর এলাকার ব্যবসায়ী কাজী মোস্তফা বাবুলের বাড়িতে থেকে পড়াশোনা করতো।
গত ২৫ মে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর পাতিলা ইউনিয়নের কাশেম মেম্বারের বাড়ির জামে মসজিদে অবস্থান করছিল নাহিয়ান ও তার তাবলিগ জামাতের আরও ২১ জন সাথী। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে সবাই মিলে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে সবাই ফিরে এলেও নাহিয়ান পুকুর ঘাটলায় দাঁড়িয়ে জামা-কাপড় ধুচ্ছিল।
একপর্যায়ে সে পা পিছলে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাহিয়ানের মামা সাংবাদিক কাজী রনি এসব তথ্য নিশ্চিত করেন।