পুলিশের এডিসি রাশেদুলের খোঁজ নেই

মার্চ ১২ ২০২৫, ১৯:২৬

স্টাফ রিপোর্টার : তিনদিন ধরে খোঁজ মিলছে না বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের। তিনি নিজ থেকে কর্মস্থলে আসছেন না, নাকি পালিয়ে গেছেন; অথবা তার সঙ্গে কিছু ঘটেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না।

রাশেদুল জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি। বুধবার (১২ মার্চ) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন, গত রোববার থেকে কর্মস্থলে আসছেন না অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম।

যোগাযোগ না করতে পারায় কি কারণে রাশেদুল কর্মস্থলে আসছেন না সেটি না জানতে পারছেন না পুলিশ কমিশনার। তিনি বলেছেন, খোঁজ নিয়ে জানা গেছে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় রাশেদুল ইসলামকে আসামি করা হয়েছে। তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সকে অবগত করা হয়েছে। তারা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, গত রোববার (৯ এপ্রিল) দুপুর দুইটার দিকে নগরের শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান এডিসি রাশেদ। তারপর থেকেই এডিসি রাশেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে পুলিশ। সে ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি এডিসি রাশেদ। ঢাকার মামলায় গ্রেপ্তার থেকে বাঁচতে বরিশাল থেকে তিনি পালিয়ে গেছেন, এমন খবর শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন এডিসি রাশেদ।