গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল

স্টাফ রিপোর্টর : গাজায় ইসরায়েলির চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়েছে বরিশাল। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পরীক্ষা স্থগিতসহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে দমার্চ ফর প্যালেস্টাইনদ কর্মসূচি পালন করে বরিশালে ছাত্র জনতা। সমাবেশ শেষে দ্য মার্চ ফর প্যালেস্টাইনদ কর্মসূচি শুরু হয়। এ সময় বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার টাউন হলে এসে শেষ হয়।
এছাড়া বিকেলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের। দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন এর ডাকা বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধে সাড়া দিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, অমৃত লাল দে কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে, বলে জানিয়েছেন।
এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গণহত্যা বন্ধে দ্রুত জাতিসংঘসহ সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ করেন, সেই দাবি জানান। এরআগে ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর টাউন হল চত্বর থেকে মিছিল শুরু হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, গির্জা মহল্লা ঘুরে সদর রোড এসে শেষ হয়।
মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে আর বক্তব্য রাখেন, বরিশাল জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ মাওলানা আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম, বরিশাল মহানগর শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।
এদিকে সোমবার (৭ এপ্রিল) জোহরের নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।