লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে দুই আসামীকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের ক্ষত-বিক্ষত ভাসমান লাশ উদ্ধার হওয়ার ২৪ ঘন্টার মধ্যে দুই আসামীকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ।
রোববার রাতে নগরীর সাধুর বটতলা ও বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার।
ওসি বলেন, ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অভিযানে হত্যায় ব্যবহৃত একটি বেল্টসহ মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়ের হওয়া মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার দুপুরে বরিশাল নগরীর বাঘিয়া এলাকার একটি ডোবায় অর্ধগলিত লাশ ভাসতে দেখে পুলিশ জানায় স্থানীয়রা। গ্রেফতার সাকিব সরদার (২০) বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে হারুন সরদারের ও মুন্না হাওলাদার (২১) বরিশাল নগরীর বাঘিয়া এলাকার চান মিয়ার ছেলে।
এয়ারপোর্ট থানার ওসি জাকির বলেন, লাশটি অর্ধগলিত হওয়ায় পরিচয় সনাক্ত করা যায়নি। তার পরিচয় জানতে চেয়ে দেশের বিভিন্ন থানায় ইতিমধ্যে মেসেজ পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।