ইসরাইলের বর্বর গনহত্যার বিরুদ্ধে সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;
স্টাফ রিপোর্টার : গাজা ও রাফায় ইসরাইলের বর্বর গনহত্যার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল সদর জেনারেল হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বুধবার দুপুরে হাসপাতালের প্রধান ফটকে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজা ও রামায় ইসরাইলের বর্বর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে বরিশাল সদর জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ-নিউজ বরিশাল
এ সময় হাসপাতালের আরএমও ডাক্তার মলয় কৃষ্ণ বড়াল, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো: আশীকূর রহমান, সিনিয়র কনসালটেন্ট (গাইণী এন্ড অবস) ডা. রেহানা ফেরদৌস, জুনিয়র কনসালটেন্ট (গাইণী) ডা. তানিয়া আফরোজ, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. কবির মিয়া, জুনিয়র কনসালটেন্ট (শিশুরোগ) ডা. সালাহ-আল-দীন বিন নাসের, সহকারী রেজিস্ট্রার (সার্জারী) ডা. খালিদ মাহমুদ, মেডিকেল অফিসার ডা. রুহুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান খান, প্যাথলজিস্ট ডা. এ কে এম মাসুদ হাসান, হাসপাতাল সমাজসেবা অফিসার, উপসেবা তত্ত্বাবধায়ক সহ অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশের মাধ্যমে বক্তারা গাজায় চলমান গনহত্যা বন্ধের জন্য বিশ্বনেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। পরে হাসপাতাল কম্পাউন্ডের সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।