বাকেরগঞ্জে তরমুজচাষিকে পিটিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বরিশালের বাকেরগঞ্জে তরমুজচাষিকে পিটিয়ে হত্যার ঘটনায় সানি (২০) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার শ্যামপুর মডেল থানার ধোলাইপাড় এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে শুক্রবার সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে নিয়ে আসা হচ্ছে।
এর আগে, ৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরের দিকে নিজের জমি থেকে তরমুজ চুরিতে বাধা ও চাঁদা না দেওয়ায় চরামদ্দীর দিয়ার চরের কুদ্দুস হাওলাদারকে (৪৫) আসামিরা পিটিয়ে আহত করে।
ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা আক্তার ৯ আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার চরামদ্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক সহিদ বলেন, গ্রেপ্তারকৃত সানি হত্যা মামলার দুই নম্বর আসামি। শ্যামপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজ বৃহস্পতিবার গভীর রাতে ধোলাইপাড় এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করেন।
শুক্রবার সকালে সানিকে থানা থেকে আমার কাছে দেওয়া হয়েছে। তাকে বরিশালে নিয়ে আসা হচ্ছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। চরামদ্দী পুলিশ ফাঁড়ির এসআই এনামুল হক বলেন, ‘কিছুদিন ধরে চরাদি এলাকার কিছু লোক রাতের আঁধারে কৃষক কুদ্দুস হাওলাদারের ক্ষেতের তরমুজ চুরি করে আসছিল।
সম্প্রতি তারা দিনের বেলায়ও তরমুজ নিয়ে যায়। ৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তরমুজ চুরি করে নেওয়ার সময় কুদ্দুস তাদের বাধা দেন। তখন তাকে ক্ষেতের পাশে থাকা লাঠি দিয়ে আসামিরা পিটিয়ে গুরুতর আহত করে।’
তিনি আরো বলেন, ‘স্থানীয়রা আহত অবস্থায় কুদ্দুসকে উদ্ধার করে আমাদের ফাঁড়িতে নিয়ে আসেন। কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ দেখে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভোররাত সাড়ে ৩টার দিকে কুদ্দুসের মৃত্যু হয়।’