সর্বোচ্চ ওকালতনামা ক্রয়ের শীর্ষে আইনজীবী আজাদ রহমান

ডিসেম্বর ৩১ ২০২৪, ১৯:০৮

স্টাফ রিপোর্টার !! বরিশাল জেলা আইনজীবী সমিতিতের ২০২৪ সালে সর্বোচ্চ ওকালতনামা ক্রয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বরিশাল জেলা আইনজীবী সমিতি এ তালিকা প্রকাশ করেছে।

এতে সর্বোচ্চ ওকালতনামা ক্রয়ের শীর্ষে রয়েছেন সিনিয়র আইনজীবী মোঃ আজাদ রহমান। এরপর দ্বিতীয়স্থানে রয়েছেন আইনজীবী মোঃ জসিম উদ্দিন, তৃতীয় স্থানে রয়েছেন আইনজীবী মোঃ হুমায়ুন কবির-১ ও চতুর্থ স্থানে রয়েছেন আইনজীবী তালুকদার মোঃ ইউনুস।

২০২৪ সালে সর্বোচ্চ ১০৭১টি ওকালতনামা ক্রয় করেছেন আজাদ রহমান। ১০৩৬টি ওয়াকাতনামা ক্রয় করে দ্বিতীয়স্থানে রয়েছেন আইনজীবী মোঃ জসিম উদ্দিন, ৯৮৫টি ওয়াকাতনামা ক্রয় করে তৃতীয় স্থানে রয়েছেন আইনজীবী মোঃ হুমায়ুন কবির-১ ও ৮৯২টি ওয়াকাতনামা ক্রয় করেচতুর্থ স্থানে রয়েছেন আইনজীবী তালুকদার মোঃ ইউনুস।

আইনজীবী আজাদ রহমান ২০০১ সালে বরিশাল জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। এরপর সুনামের সাথে আইনপেশায় মননিবেশ করেন। আজাদ রহমান এর আগেও বেশ কয়েকবার ওকালতনামা ক্রয় করে বরিশাল জেলা আইনজীবী সমিতিতে প্রথম স্থান অর্জন করেছিলেন।