প্রাথমিক তদন্তে প্রমাণ না মিললে বিচার শুরুর আগেই মামলা থেকে বাদ

জুন ২৯ ২০২৫, ১৯:৪৭

অনলাইন ডেস্ক : প্রাথমিক তদন্তে প্রমাণ না মিললে বিচার শুরুর আগেই মামলা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, পুলিশ ও আদালত প্রাথমিক তদন্তে যাঁদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাবে না, তাঁদের বিচার শুরুর আগেই মামলার তালিকা থেকে বাদ দিতে পারবে। এতে অনেক নিরপরাধ ব্যক্তি গ্রেপ্তার ও মামলা-বাণিজ্যের হয়রানি থেকে বেঁচে যাবেন।

আসিফ নজরুল আরও জানান, প্রাথমিক তদন্তে বাদ দেওয়া ব্যক্তির বিরুদ্ধে যদি পরবর্তী তদন্তে কোনো প্রমাণ মেলে, তাহলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সময় তাঁকে আবার আসামির তালিকায় যুক্ত করতে পারবে পুলিশ।

আসিফ নজরুল বলেন, পুলিশ কমিশনার, এসপি বা এসপি পদমর্যাদার কোনো কর্মকর্তা যদি মনে করেন, তাঁর নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তার কাছ থেকে একটা প্রাইমারি তদন্ত প্রতিবেদন নিতে পারেন।

পুলিশ কমিশনারের নির্দেশে তদন্ত কর্মকর্তা প্রাথমিক রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেবেন। বিচারক যদি মনে করেন, কোনো মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের কিছুসংখ্যকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ নেই, সাক্ষ্য নেই; তাহলে ফ্রি ট্রায়াল স্টেজে আসামির তালিকা থেকে তাঁদের নাম বাদ দিতে পারবেন।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, গ্রেপ্তার ও মামলা-বাণিজ্য থেকে নিরপরাধ মানুষকে মুক্ত রাখতে সরকার ফৌজদারি কার্যবিধিতে পরিবর্তন এনেছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে অনেক নিরপরাধ মানুষ হয়রানি থেকে বেঁচে যাবেন। তখন মামলা-বাণিজ্য থেকে অনেকে রেহাই পাবেন। কিন্তু এর মানে এই নয় যে, মামলার তদন্ত থেমে থাকবে। তদন্ত চলতে থাকবে।

আইন উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের সরকারের সময়ে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই বিব্রত। একটা হচ্ছে ভুয়া বা মিথ্যা মামলা করা, আরেকটা হচ্ছে মামলার ঘটনা সত্যি, কিন্তু সেখানে অনেক লোককে আসামি করে মামলা-বাণিজ্য করা। সে জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করে সিআরপিসিতে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছি।’

আজ রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই পরিবর্তনে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।